আওয়াজ অনলাইন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোব ও সোমবারের (১৯ ও ২০ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণে ওই দুদিনের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এ ছাড়া পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইইসির পৃথক দুটি সেমিনার অনুষ্ঠিত
হয়রানিসহ নারীদের কূপ্রস্তাব দেয় রাজশাহী শিক্ষা বোর্ডের জাহিদুর রহিম
রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ