সুজাতা দাস
আজও বৃষ্টির ছাঁটে তোর পরশ লেগে
থাকে, এ’কি নিতান্তই এক প্রেম!!
নাকি বিবসতা আর বিভ্রম ঘটানো অবসতার কোনও মিষ্টি মিশেল-
যদি কখনও ভালোলাগা গুলো দুইহাতে
আঁকড়ে ধরার ইচ্ছে হয়!!
সেদিন হয়তো খুঁজে ফিরবো জীবনের
কোনও নতুন দিগন্ত আমি-
তোর তাকানো চোখের দিকে হয়তো
তাকাব নিজেকে খুঁজতে-
ভালোবাসার মানে গুলো খুঁজবো নিজে,
নিজের মতো করেই আবার-
কে বলে একটা মানুষের চলে যাওয়ায়
অন্য জনের সব শেষ হয়ে যায়?
শুধু অভ্যাস পাল্টায় আর সবকিছু ঠিক
একই রয়ে যায় নিজের নিয়মে-
যদি কখনও অসময়ে ডাক দিয়ে যাস
তুই হঠাত্ অবেলায় আবার-
আমিও হয়তো বাড়াতে চাইবো আমার
হাত, ছুঁয়ে দেখিস একবার-
হয়তো মনে পরবে, কোনও এক দেওয়া
প্রতিশ্রুতি রক্ষার আহ্বান-
যা আজ মিথ্যা অয়অবে ঘেরা কোনও
প্রহসনের মহড়া মাত্র ছিল-।
/এইচ.
আরও পড়ুন
কেউ দাবায়ে রাখতে পারেনি: শেখ হাসিনা
পদ্মাসেতু উদ্বোধন: বিশ্বব্যাংকের অভিনন্দন
গাড়ি থামিয়ে পদ্মা সেতুতে ছবি তোলা যাবে না