আওয়াজ অনলাইন : আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ১জন। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ ইলেক্ট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাবি কর্তৃপক্ষ। এছাড়া পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে বলেও জানা গেছে।
সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের (admission.eis.du.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে বলে জানিয়েছে ঢাবি জনসংযোগ দপ্তর।
/এইচ.
আরও পড়ুন
হাওড় এলাকায় সেতু-কালভার্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর
কেউ দাবায়ে রাখতে পারেনি: শেখ হাসিনা
পদ্মাসেতু উদ্বোধন: বিশ্বব্যাংকের অভিনন্দন