হোম » শিক্ষা » প্রচন্ড তাপদাহে পরীক্ষা শেষে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী

প্রচন্ড তাপদাহে পরীক্ষা শেষে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী

চাটখিল প্রতিনিধিঃ প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে অর্ধ বার্ষিকী  পরীক্ষা শেষে জ্ঞান হারিয়েছেন দুই শিক্ষার্থী।

 নোয়াখালীর জেলার চাটখিল উপজেলার ভীমপুর উচ্চ বিদ্যালয়ে অসহনীয় গরমে পরীক্ষা শেষে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী। ৭ জুন বুধবার (৭ জুন) দ্বিপ্রহরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা হলেন উপজেলার ভীমপুর হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী তানজিলা সুলতানা। একই স্কুলের ব্যবসায়িক শিক্ষা বিভাগের নবম শ্রেণীর ছাত্রী কানিজ ফাতেমা রিয়া।

শিক্ষার্থীদের আজ দুপুর একটায় তাদের সহপাঠীরা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি দিয়ে দেন।

চাটখিল ভীমপুর হাইস্কুল এর প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দুই শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলেন, একজন শিক্ষার্থী স্কুল আঙ্গিনায় অসুস্থ হয়েছে, আরেকজন বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়েছে, দুজনকে তাদের সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ দুই শিক্ষার্থীদের তাদের সহপাঠীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসেছে।

আমরা প্রাথমিকভাবে দেখে ও তাদের সহপাঠীদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি প্রচন্ড তাপদাহে অসুস্থ হয়েছেন। সেই সাথে পরীক্ষার হলে মানসিক চাপ এ কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল আমরা দুজনকে চিকিৎসা দিচ্ছি আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

error: Content is protected !!