হোম » শিক্ষা » জামিরতা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

জামিরতা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা উচ্চ বিদ্যালয় ও জামিরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছেন, শহীদ বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়া ও ফিরোজা বেগমের পরিবার।

সোমবার (১৩ মার্চ) সকালে জামিরতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির অর্থ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

মোঃ সাইফুল ইসলাম রিন্টুর সঞ্চালনায় ও জামিরতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাজমুল হাসান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়ার পুত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম লিটন (পিপিএম)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বিদ্যালয়টির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেন্দ্র লাল দাস, জামিরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ, জামিরতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আঃ মালেক আমোদ আলী সহ জামিরতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি মোঃ সামিউল আলম লিটন বলেন, আজকের দিনটি শহীদ বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়ার পরিবারের জন্য অত্যন্ত আনন্দের। তিনি আরো বলেন, স্বাধীনতার মাসে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করায় তাদেরকে লেখাপড়া আরো অনুপ্রাণিত, উৎসাহিত করবে। আজকের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত্ এবং দেশ গড়ার কারিগর। তাই আগামীতে এই বৃত্তির পরিধি আরো বাড়ানো হবে বলে তিনি জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজামেল হক, জামিরতা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেন্দ্র লাল দাস, জামিরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ, জামিরতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আঃ মালেক আমোদ আলী প্রমুখ।

###sss

error: Content is protected !!