হোম » শিক্ষা » সাইফুদ্দীন আহমদ ঢাবির নতুন প্রক্টর

সাইফুদ্দীন আহমদ ঢাবির নতুন প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক।

বুধবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই নিয়োগ প্রদান করেন। ঢাবি রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করেছেন। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। আপনার এ নিয়োগ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. মাকসুদুর রহমান। সরকার পতনের পর চলতি মাসের ৯ আগস্ট অধ্যাপক মাকসুদ পুরো প্রক্টরিয়াল বডিসহ পদত্যাগ করেন।

-আওয়াজ ডেস্ক-

Loading

error: Content is protected !!