হোম » সারাদেশ » ভৈরবে বিষপান করে এক বৃদ্ধার মৃত্যু 

ভৈরবে বিষপান করে এক বৃদ্ধার মৃত্যু 

এম আর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুল কুদ্দুস নামে এক  বৃদ্ধার মৃত্যু ঘটে। সে তুলাকান্দি গ্রামের মৃত করিম মিয়ার পুত্র বলে জানা যায়  আজ৪ নভেম্বর সকালে উক্ত ঘটনাটি ঘটে। এবিষয়ে নিহতের আপন  ভাই আশেক আলী জানায়  ,  কুদ্দুস পেশায় একজন অটোরিকশা চালক ছিল। কিন্তু সে মানসিক প্রতিবন্ধী ছিল তার পরিবারের প্রায় সবাই পাগল। কুদ্দুস মিয়ার স্ত্রী ফাইজুন্নাহার বলেন আমার স্বামী একজন মানসিক রোগী ছিল আজ সকালে ঘুম থেকে উঠে চক বাজারে যায় পরে সেখান থেকে ফিরে এসে চিৎকার দিয়ে বলে আমাকে বাঁচা আজকা তিনটা বিষ  খাইয়া ফেলছি।
সাথে সাথে পরিরারের লোকজন তকে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।  খবর পেয়ে ভৈরব থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক সালাম বলেন নিহিত লোকটি মানসিক ভাবে ভারসাম্যহীন বলে জানায় পরিবারবর্গ। তবে এবিষয়ে ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে বলেওজানান তিনি।

Loading

error: Content is protected !!