হোম » অপরাধ-দুর্নীতি » দর্শনার আকন্দবাড়িয়ায় বিজিবি’র অভিযান; ফেন্সিডিলসহ আসামি আটক। 

দর্শনার আকন্দবাড়িয়ায় বিজিবি’র অভিযান; ফেন্সিডিলসহ আসামি আটক। 

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ রুমিজ মিয়া (২০) নামের এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৯ই মে) সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় আকন্দবাড়িয়া গ্রাম থেকে ৩৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামি চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের মৃত তারু মিয়ার ছেলে। বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন
(৫৮ বিজিবি) এর অধীনস্ত নিমতলা বিওপি’র ৩ সদস্য বিশিষ্ট টহল দল রবিবার সকালে নায়েব সুবেদার মোঃ নুরুল হকের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩৪ বোতল ভারতীয়
ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত আসামিসহ আরও ৮জনকে পলাতক আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
error: Content is protected !!