হোম » প্রধান সংবাদ » বগুড়ার শিবগঞ্জে প্রশাসনের অভিযানে বন্ধ হলো অবৈধ বালু উত্তোলন

বগুড়ার শিবগঞ্জে প্রশাসনের অভিযানে বন্ধ হলো অবৈধ বালু উত্তোলন

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উত্তর শ্যামপুর সহ বেশ কয়েকটি স্থান থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন আব্দুল কুদ্দুস। তিনি এসব এলাকা থেকে কয়েক বছর ধরে বীর দর্পে এ ব্যবসা চালিয়ে আসছিলেন। সরকারি ভাবে বিধি নিষেধ থাকলেও মানতেন না কুদ্দুস নিজের প্রভাব খাটিয়ে ব্যবসা অব্যহত রেখেছিলেন। অবশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালু পয়েন্ট গুড়িয়ে দেওয়া হলো। গত কয়েক দিন ধরে উপজেলা ভারপ্রাপ্ত
নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডল নিজে উপস্থিত থেকে কুদ্দুস সহ অন্যান্য বালু পয়েন্ট গুড়িয়ে দিয়ে মালামাল জব্দ করেন। কুদ্দুস সহ ওই এলাকার রফিকুল ইসলাম, অর্জুনপুর এলাকার লেমন, কিচক বাহাদুরপুর মধ্যপাড়ার রাজু, দেউলী এলাকার বেশ কয়েক জন দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য এদের একাধিকবার জরিমানা করা হলেও আবার তারা পুনরায় শুরু করে এ ব্যবসা। বার বার জরিমানা দিয়েও বন্ধ হয়না তাদের এ অবৈধ ব্যবসা। আর এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝটিকা অভিযান শুরু করা হয়। ভারপ্রাপ্ত
নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় এসব বালু পয়েন্ট। অভিযানের সময় তাদেরকে পয়েন্টে না পাওয়ায়। তাদের আটক করা সম্ভব হয়নি। ইহা ছাড়াও গত শনিবার ও রবিবার অবৈধ ভাবে ইট ভাটায় মাটি বিক্রির অভিযোগ জাহাঙ্গীরাবাদ ও বুড়িগঞ্জ এলাকার মাটি পয়েন্টে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার। ইহা ছাড়াও তিনি গত ২ দিনে পৌর এলাকার ২টি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
error: Content is protected !!