হোম » প্রধান সংবাদ » বগুড়ার শিবগঞ্জে  ভ্রাম্যমান আদালতের অভিযান ২হাজার ৭শ  টাকা আর্থিক জরিমানা  

বগুড়ার শিবগঞ্জে  ভ্রাম্যমান আদালতের অভিযান ২হাজার ৭শ  টাকা আর্থিক জরিমানা  

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ   বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যবসায়ীর অর্থদন্ড করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল বুধবার মহাস্থান এ অভিযান পরিচালনা করেন।  অভিযান চলকালে শফিকুল স্টোরে পণ্যের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেট জাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণে তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় ১হাজার টাকা অর্থ দন্ড করা হয়৷এছাড়াও স্বাস্থ্য বিধি না মেনে চলার কারণে পথচারীদের কাছ থেকে ১ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী এ প্রতিষ্ঠানের  ১ হাজার টাকা এবং সংক্রমন প্রতিরোধ আইনে ১ হাজার ৭শত টাকা অর্থদন্ড করা হয়েছে।
error: Content is protected !!