হোম » প্রধান সংবাদ » জামালপুর শহরের বজ্রাপুরে ক্রয়কৃত জমি বেদখলের অভিযোগ

জামালপুর শহরের বজ্রাপুরে ক্রয়কৃত জমি বেদখলের অভিযোগ

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর শহরের বজ্রাপুরের বাসিন্দা মাহাবুবা আক্তার নাছরীনের সাব-কবলাকৃত ৪.৯৩ শতাংশ জমি জোরপূর্বক বেদখলের অভিযোগ পাওয়া গেছে।  শনিবার (১ মে) সকালে বজ্রাপুর মেথরপট্রি মোড় সংলগ্ন জান্নাতুন নূর মাদ্রাসা এলাকায় আনোয়ার হোসেন বাবলু, আমিনুল ইসলাম বাচ্চুসহ শতাধীক ভাড়াটিয়া বাহিনী জোরপূর্বক দখল কার্যক্রম চালায় বলে জানান অভিযোগকারী শহীদুল ইসলামের স্ত্রী মাহবুবা আক্তার নাছরীন।  মাহবুবা আক্তার নাছরীন জানান, আমার বাড়ী সংলগ্ন মৌজা-
মুকন্দবাড়ী মধ্যে বিআরএস-৪২ নং খতিয়ানে বিআরএস-৭৪ নং দাগে ৪.৯৩ শতাংশ জমি সাব-কবলা মূলে ক্রয় করিয়া বাউন্ডারি ওয়াল ও একচালা টিনের ঘর উত্তোলন করিয়া ভোগদখল করে আসছি। আমার জমি ক্রয় করার পর থেকে বজ্রাপুর এলাকার বাসিন্দা মৃত কমর উদ্দিনের ছেলে মোঃ আনোয়ার হোসেন বাবলু ও আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রায় শতাধীক ভাড়াটিয়া দখলদাদের নিয়ে আমার ক্রয়কৃত ও দখলকৃত জমির সকল স্থাপনা ভেঙ্গে ফেলে এবং জমি জোরপূর্বক বেদখল করার চেষ্টা চালায়।  আমি নিরুপায় হয়ে ৯৯৯
ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করি। পরে ঘটনাস্থলে জামালপুর সদর থানার এসআই আশরাফ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে দখলদারদের সড়িয়ে দেয়। পুলিশ বিলম্বে পৌঁছার সুযোগে তারা আমার জমিতে থাকা সম্পর্ণ টিনের ঘর ও বাউন্ডারি ওয়ালের একাংশ ভেঙ্গে ফেলে ও টিনসহ বিভিন্ন সরংঞ্জাম নিয়ে যায়। এর আগেও কয়েক বার দখলদাররা জোরপূর্বক আমার জমি বেদখল করে স্থাপনা নির্মানের চেষ্টা চালায়। এছাড়াও তারা প্রতিনিয়তই আমাকে ও আমার স্বামীকে মারপিটসহ খুন করার হুমকি প্রদান করে আসছে।  বিভিন্ন হুমকি দেওয়ার ঘটনায় আমি গত ৩০/০৪/২১ইং তারিখে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি
করি। যাহার নং-১৫৫৩। এর পরেও ০১/০৫/২১ইং তারিখ শনিবার সকালে ভাড়াটিয়া গুন্ডাবাহিনীসহ প্রায় শতাধীক লোক নিয়ে তারা পরিকল্পিত ভাবে আমার জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। আনোয়ার হোসেন বাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কারো কাছে কোন জমি বিক্রি করিনি। তার ভাই আমিনুল ইসলাম বাচ্চু সাথে যোগাযোগ করলে সে বলেন, এটা আমার পিতার ওয়ারিশ থেকে পাওয়া জমি।
error: Content is protected !!