হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় গ্যাসের আগুনে প্রাণ গেলো গৃহবধূর

হাতীবান্ধায় গ্যাসের আগুনে প্রাণ গেলো গৃহবধূর

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে কাপড়ে আগুন লেগে শাহিনা বেগম(৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৪ নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। শাহিনা বেগম উপজেলার সিংঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার ৪ নং ওয়ার্ডের মৃত আবু সাঈদের মেয়ে। এছাড়া সে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমরিরহাট এলাকার আইয়ুব জাহিদ কমলের স্ত্রী।
জানা গেছে, ইফতারের আগে গ্যাসের চুলায় রান্না করছিলো শাহিনা। এ সময় তার শরীরে থাকা কাপড়ে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হয়ে শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায় তার। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
error: Content is protected !!