হোম » প্রধান সংবাদ » আসছে বৃষ্টি ঝড়সহ তীব্র তাপদাহ

আসছে বৃষ্টি ঝড়সহ তীব্র তাপদাহ

আওয়াজ অনলাইনঃ দেশজুড়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। যা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, জনজীবনে নাভিশ্বাস তোলা গরম কিছুটা কমতে পারে বৃষ্টির পর। বৃহস্পতিবার সন্ধ্যার পর সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।তবে ওই বৃষ্টির পর আবারো বাড়বে তাপমাত্রা।

কয়েকদিন ধরেই রাজধানীতে অসহনীয় গরম। প্রচণ্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল রাজধানীবাসী।

শুধু রাজধানী নয়, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়েও বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও রাঙ্গামাটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে আরো কয়েকদিন। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাজশাহীতে, ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি মাসে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টির সাথে গরম হাওয়ায় ৩৬ জেলায় প্রায় এক লাখ টন বোরো ধানসহ ভুট্টা, সবজি, চীনাবাদাম, সূর্যমুখী ও কলার ফলন নষ্ট হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় ৩৩৫ কোটি টাকা।

আংশিক আক্রান্ত জমিগুলোতে প্রচুর পরিমাণে পানি দেওয়ার পাশাপাশি পানি ধরে রাখারও ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যথায় বাকি ফলনও ক্ষতির মুখে পড়বে।

error: Content is protected !!