হোম » খেলা » ক্রিস মরিচের ঝাল দেখলো দিল্লি

ক্রিস মরিচের ঝাল দেখলো দিল্লি

আওয়াজ অনলাইন : টস জিতেই রাজস্থান রয়্যালস অধিনায়ক সানজু স্যামসন জানিয়ে দিয়েছিলেন, এটা শুরুতে বোলিং নেওয়ার উইকেট। বল হাতে জয়দেব উনাদকাট এবং মুস্তাফিজুর রহমানরা সেটা প্রমাণ করেন। দিল্লি ক্যাপিটালসকে থামান ৮ উইকেটে ১৪৭ রানে।

কিন্তু জবাব দিতে নেমে দিল্লির মতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থানও। একে একে ফিরে যান জস বাটলার, মনন বোহরা, সানজু স্যামসন এবং শিভাম দুবে। এরপর ব্যাট হাতে দলকে টানেন বেন স্টোকসের বদলে দলে ঢোকা ডেভিড মিলার। তিনি খেলেন ৪৩ বলে ৬২ রানের ইনিংস।

আবার অনিশ্চয়তায় পড়ে যায় রাজস্থান। তবে শেষ দিকে ১৮ বলে ৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন ক্রিস মরিচ। চড়া মূল্যে রাজস্থান এই প্রোটিয়া পেস অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে। কারণটা তিনি বুঝিয়ে দিয়েছেন। শেষ দুই ওভারে তুলে নিয়েছেন ২৯ রান।

এর আগে রাজস্থানের হয়ে উনাদকাট ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। নতুন বলে বল করেন তিনি। মিডল এবং স্লগ ওভারে বোলিং করে মুস্তাফিজ ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। দিল্লির হয়ে আবেশ খান তিন উইকেট নেন। কাগিসু রাবাদা ও ক্রিস ওকস নেন দুটি করে উইকেট।
/এইচ.

error: Content is protected !!