হোম » প্রধান সংবাদ » কবি শাহজাহান সিরাজ সবুজ-এর কবিতা ”ভালোবাসি বারোমাস”

কবি শাহজাহান সিরাজ সবুজ-এর কবিতা ”ভালোবাসি বারোমাস”

ভালোবাসি বারোমাস
[শাহজাহান সিরাজ সবুজ]
মম পাঁজরের ভিতরে যার বসবাস,
সে-ই পাঁজর ভাঙে বারোমাস।
সুরমা ভেবে যারে রেখেছি দু’চোখে,
এখন দেখি সে-তো শুধুই ধুলোবালি।
তবুও দু’চোখে বসতি তাঁর বারোমাস।
সে-তো আমার ভাবনার নীল আকাশ,
সেই আকাশে উড়াই ঘুড়ি বারোমাস।
সে-তো গতানুগতিক বৈষয়িক মানুষ,
তাই ভালোবাসাবাসি তার কাছে মূল্যহীন।
তবুও তাকে ভালোবাসি বারোমাস।
মম হৃদয়ে বইছে উতাল পাতাল ঢেউ,
সেই ঢেউ বুঝে নাতো কেউ।
হাজারো চেষ্টা করে ছুঁতে পাবিনি তার মন,
সে-তো সুতো ছিঁড়ে পালাতে চায় বারবার।
তবুও তারে আঁকড়ে ধরে রাখি,
হাজারো তুচ্ছতাচ্ছিল্য নীরবে সহ্য করি।
তার প্রেম নদীতে, রূপসাগরে সাঁতরে,
করেছি মম সর্বনাশ!
তবু্ও তাকে ভালোবাসি বারোমাস।
বন্ধুরা প্রেম নদীতে দিও না সাঁতার,
তাহলে জলের অতলে হারিয়ে যাবে,
নিজেকে খুঁজে পাবে না আর।
error: Content is protected !!