হোম » প্রধান সংবাদ » হেফাজত নেতা মামুনুল হকের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় সাংবাদিককে মারধর

হেফাজত নেতা মামুনুল হকের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় সাংবাদিককে মারধর

আওয়াজ অনলাইনঃ হেফাজত নেতা মামুনুল হকের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের স্থানীয় এক সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসময় তার ঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক হাবিবুর রহমান চ্যানেল এস নামের একটি বেসরকারি টেলিভিশনের

তার স্বজনরা জানান, শনিবার সোনারগাঁওয়ের একটি রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে অন্য গণমাধ্যমকর্মীদের সাথে হাবিবুরও সেখানে যান। এর জেরে সোমবার রাতে ভাটিরচর গ্রামে হাবিবুরের বাড়িতে হামলা চালায় হেফাজত কর্মীরা। এসময় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনুলের কাছে ক্ষমা চাইতে বলে তারা। তা না করায় তাকে মারধর ও বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় জড়িতদের ধরতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

সুত্র- ইন্ডিপেনডেন্ট

error: Content is protected !!