হোম » প্রধান সংবাদ » আলফাডাঙ্গায় কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক কর্মশালা

আলফাডাঙ্গায় কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক কর্মশালা

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম পর্যায়ে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে কমিউনিটি সাপোর্ট টিম (সিএসটি)।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মাহমুদুল ইসলাম,  আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, সিএসটি টীমের জেলা সমন্বয়কারী মো. আকমল হোসেন, উপজেলা সমন্বয়কারী সানজিনা আহমেদ ও উপজেলা সাপোর্ট কর্মকর্তা মো. আমির হোসেন প্রমুখ।  সেমিনারে গ্রাম পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ বিষয়ক কর্মশালা বাস্তবায়নের জন্য বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।
error: Content is protected !!