হোম » প্রধান সংবাদ » জামালপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ছানোয়ার হোসেন ছানু বিপুল ভোটে বিজয়ী

জামালপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ছানোয়ার হোসেন ছানু বিপুল ভোটে বিজয়ী

রবিউল হাসান লায়ন,জামালপুর: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকেই জামালপুর পৌরসভার নির্বাচন সুষ্ঠ ও
শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়। পৌর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে কিছু সময়ের জন্য কাউন্সিলর প্রার্থীকে কেন্দ্র করেন অনভিপ্রেত ঘটনা ঘটলেও শেষ অবদি নির্বাচন সুষ্ঠ ভাবেই সম্পন্ন হয়েছে। জামালপুর পৌরসভা নির্বাচনে ৪৮ হাজার ৩৫৫ ভোট কাষ্ট হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিলো প্রায় ১ লাখ ৯ হাজার। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা
প্রতীকে মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু ৪৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী এ্যাড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন পেয়েছেন ২ হাজার ১৫৬ ভোট। ইসলামি
আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি মোস্তফা কামাল
পেয়েছেন ৬০১ ভোট। অপর দিকে নির্বাচনের দিন (রবিবার) দুপুর ১২টার দিকে শহরের সর্দারপাড়াস্থ বিএনপির মেয়র প্রার্থীর নিজেস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র প্রার্থী এ্যাড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন। জেলায় ৩টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে
৯৬ জন  ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছেন। তিন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮৪ হাজার ৪২৯ জন আর পুরুষ ভোটার ৭৯ হাজার ৩১৪  জন। নির্বাচনী পরিবেশ শান্তিপুর্ন রাখতে নির্বাহী
ম্যাজিস্ট্রে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। জামালপুরের জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, জামালপুরের তিন পৌরসভার ৬৫টি কেন্দ্রের ৫১৯টি বুথে ভোটাররা ইভিএম এ তাদের ভোট প্রদান করেছেন।
error: Content is protected !!