হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় ৪ দিন ব্যাপী গ্রন্থ মেলা শুরু

উল্লাপাড়ায় ৪ দিন ব্যাপী গ্রন্থ মেলা শুরু

উল্লাপাড়া প্রতিনিধিঃ রোববার (২১ ফেব্রুয়ারী) উল্লাপাড়ায় শুরু হয়েছে ৪দিন ব্যাপী একাদশ গ্রন্থমেলা ২০২১ অমর একুশে ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এ গ্রন্থমেলার আয়োজন করে। সকালে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ ফিতা কেটে এই গ্রন্থমেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম,

 

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, রিবলী ইসলাম কবিতা, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মাহবুবুর রহমান ভুইয়া অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর মেলায় ৫০ টি স্টলে স্থান পেয়েছে। প্রতিদিন মেলা চত্বরে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

error: Content is protected !!