হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় অন্যরকম আয়োজনে চলছে কোভিড ভ্যাকসিন কার্যক্রম ।

দাগনভূঞায় অন্যরকম আয়োজনে চলছে কোভিড ভ্যাকসিন কার্যক্রম ।

মোঃআবদুল মুনাফ পিন্টু দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ ফেনী দাগনভূঞা উপজেলা কোভিড ১৯ করোনা ভ্যাকসিন কার্যক্রম ভিন্ন আঙ্গিকে পরিচালিত হচ্ছে। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় রয়েছে অস্থায়ী রেজিষ্টেশন সেন্টার, অপেক্ষা করার স্থান, টিকা প্রদান কার্যালয় এবং পরবর্তীতে পর্যবেক্ষণ বুথ। যেখানে ভ্যাকসিন গ্রহনে কোন প্রকার প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা মনিটরিং করা হচ্ছে নিবিড়ভাবে। শৃংক্ষলা নিয়মনীতি ও মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করছেন ইচ্ছে ব্লাড ডোনেট এ্যাসোসিয়েশন ও সহায় ফাউন্ডেশন। এছাড়াও রয়েছে রেজিষ্টেশন করা ব্যক্তিদের তালিকাকৃত বোর্ড। লোকজনের উপস্থিতি রয়েছে পর্যাপ্ত।
উল্লখ্য, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন প্রথম করোনা ভ্যাকসিন গ্রহন করেন। পরবর্তীতে নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম ও সহকারি কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত প্রমূখ। এ পর্যন্ত ৪শর অধিক ব্যক্তি ভ্যাকসিন গ্রহন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম। তিনি আরও বলেন করোনা ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের কোন প্রকার ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য আলাদা ডেকোরেশনের মাধ্যমে টিকাদান কর্মসূচী পরিচালিত হচ্ছে।
error: Content is protected !!