হোম » প্রধান সংবাদ » আজ লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচন

আজ লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদানের মাধ্যমে নগরবাসী তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। লালমনিরহাট পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অপরদিকে পাটগ্রাম পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিপি ও আনসার সদস্যরাও মাঠে থাকবেন। নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছে লালমনিরহাট জেলা নির্বাচন অফিস।লালমনিরহাট জেলা নির্বাচন অফিস জানায়, লালমনিরহাট পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৪৭হাজার ৭শত ৬৯জন। অপরদিকে পাটগ্রাম পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২১হাজার ৮শত ৫৫জন।

জানা গেছে, আজকের পৌরসভা নির্বাচনে যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন। বিভিন্ন ভোট কেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সদস্য নিয়োজিত থাকছেন। এছাড়া আনসার, বিজিবি সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।

আরও জানা গেছে, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রেগুলোতে সকল ধরনের সরঞ্জামাদি পৌঁছেছে। পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রের ভোট কক্ষে ভোট গ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে যাঁরা প্রতিদ্বন্দ্বীতা করছেন: বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ মোফাজ্জল হোসেন (নৌকা), জাতীয় পার্টির এস এম ওয়াহিদুল হাসান (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোশারফ হোসেন রানা (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম (হাত পাখা), স্বতন্ত্র মোঃ রেজাউল করিম (নারিকেল গাছ)। এখানে মোট ভোটার সংখ্যা ৪৭হাজার ৭শত ৬৯জন।

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে সাধারণ আসনের কাউন্সিলর পদে যাঁরা প্রতিদ্বন্দ্বীতা করছেন: সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী এ.টি.এম সামসুজ্জামান প্রামানিক মিঠু (গাজর), মোঃ আসাদুজ্জামান (ডালিম), মোঃ জিয়াউর রহমান (উটপাখি), মোঃ নুর জামাল সরকার (টেবিল ল্যাম্প), মোঃ মোকলেছুর রহমান মুকুল (পানির বোতল), মোঃ রফিকুল ইসলাম (পাঞ্জাবী)। এখানে মোট ভোটার সংখ্যা ৬হাজার ৬শত ৮১জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী মোঃ জহুরুল হক (ব্লাকবোর্ড), মোঃ নুর আলম (উটপাখি), মোঃ নুরজ্জামাল হোসেন (ডালিম), মোঃ রাশেদুল হাসান (পাঞ্জাবী)। এখানে মোট ভোটার সংখ্যা ৫হাজার ৯৬জন।
সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবু সুফিয়ান (টেবিল ল্যাম্প), মোঃ কিসমত আলী (উটপাখি), মোঃ মোকছেদুর রহমান (পাঞ্জাবী), মোঃ মাকসুদুন নবী (ডালিম)। এখানে মোট ভোটার সংখ্যা ৫হাজার ৩শত ৫৮জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৪ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আজিজুর রহমান তুহিন (টেবিল ল্যাম্প), মোঃ এনামুল হক (ঢেঁড়শ), মোঃ আব্দুল করিম শেখ (উটপাখি), মোঃ আব্দুল হোসেন (ডালিম), মোঃ গোলাম মোস্তফা (পাঞ্জাবী), মোঃ দেলওয়ার হোসেন (পানির বোতল)। এখানে মোট ভোটার সংখ্যা ৬হাজার ৪শত ১৫জন। সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৫ এর কাউন্সিলর প্রার্থী নুর আলম (ডালিম), মোঃ আব্দুল ওয়াজেদ বুলু (পাঞ্জাবী), মোঃ আব্দুস সালাম (উটপাখি)। এখানে মোট ভোটার সংখ্যা ৬হাজার ৪৪জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৬ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুস ছালাম (পানির বোতল), মোঃ গোলাম মর্তুজা (ডালিম), মোঃ শফিকুল ইসলাম (উটপাখি), মোঃ সাইফুল ইসলাম (গাজর)। এখানে মোট ভোটার সংখ্যা ৫হাজার ২শত ২৬জন। সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৭ এর কাউন্সিলর প্রার্থী মোঃ সোহেল রানা (পাঞ্জাবী), মোঃ হাসান কামাল (পানির বোতল)। এখানে মোট ভোটার সংখ্যা ৩হাজার ৯শত ৮৮জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৮ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবু জাহেদ (টেবিল ল্যাম্প), মোঃ নুরুল ইসলাম (উটপাখি)। এখানে মোট ভোটার সংখ্যা ৪হাজার ১শত ১জন। সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৯ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ (গাজর), মোঃ আলম হোসেন (ডালিম), মোঃ রবিউল ইসলাম (টেবিল ল্যাম্প), মোঃ হারুন অর রশিদ বাদশা (উটপাখি), স্বাধীন রহমান (ব্লাক বোর্ড)। এখানে মোট ভোটার সংখ্যা ৪হাজার ৮শত ৬০জন।

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে যাঁরা প্রতিদ্বন্দ্বীতা করছেন: সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী মোছাঃ জাহেদা বেগম (আনারস), মোছাঃ রমিছা বেগম (চশমা), মিসেস বিউটি রহমান (অটোরিক্সা)। এখানে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ১শত ৩৫জন। সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী চায়না রানী (আনারস), মোছাঃ খাদিজা বেগম (অটোরিক্সা), মোছাঃ নাছিমা আক্তার (চশমা), মোছাঃ ফেরদৌসী খাতুন (কলম), মোছাঃ সুজাতা বেগম (টেলিফোন), শামীমা আক্তার (জবাফুল)। এখানে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৬শত ৮৫জন।

সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী মোছাঃ ছালেহা বেগম (আনারস), মোছাঃ জাহানারা বেগম (জবাফুল), মোছাঃ নাসরিন আক্তার (চশমা), মোছাঃ ফাতেমা বেগম (টেলিফোন), মোছাঃ রুজি বেগম (অটোরিক্সা)। এখানে মোট ভোটার সংখ্যা ১২হাজার ৯শত ৪৯জন। পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে যাঁরা প্রতিদ্বন্দ্বীতা করছেন: বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ রাশেদুল ইসলাম সুইট (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ সুমন মিয়া (হাত পাখা), স্বতন্ত্র কাজী আসাদুজ্জামান (নারিকেল গাছ)। এখানে মোট ভোটার সংখ্যা ২১হাজার ৮শত ৫৫জন।

পাটগ্রাম পৌরসভা নির্বাচনে সাধারণ আসনের কাউন্সিলর পদে যাঁরা প্রতিদ্বন্দ্বীতা করছেন: সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী মোঃ রফিকুল ইসলাম (পাঞ্জাবি), মোঃ রফিকুল ইসলাম প্রধান (উটপাখি)। এখানে মোট ভোটার সংখ্যা ১হাজার ৬শত ২৮জন। সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবু বক্কর ছিদ্দিক প্রধান (উটপাখি), মোঃ মাহবুব কামাল শাহিন (ডালিম), মোঃ সহিদুল ইসলাম (পাঞ্জাবি)। এখানে মোট ভোটার সংখ্যা ১হাজার ৬শত ৬৮জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আছির উদ্দিন খান (ডালিম), মোঃ জামিরুল ইসলাম (পাঞ্জাবী), মোঃ জাহিদ হাসান (উটপাখি), মোঃ শফিকুল ইসলাম (পানির বোতল) । এখানে মোট ভোটার সংখ্যা ২হাজার ২শত ৩০জন। সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৪ এর কাউন্সিলর প্রার্থী মোঃ মজিদুল ইসলাম (ডালিম)। এখানে মোট ভোটার সংখ্যা ২হাজার ১শত ৫১জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৫ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আসাদুজ্জামান (উটপাখি), মোঃ শামীম উল ইসলাম (ডালিম), শ্রী কার্তিক চন্দ্র শর্মা (পাঞ্জাবী), শ্রী জয়রাম দাস (টেবিল ল্যাম্প)। এখানে মোট ভোটার সংখ্যা ২হাজার ৫শত ৫০জন। সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৬ এর কাউন্সিলর প্রার্থী এ এইচ তারেকুজ্জামান (টেবিল ল্যাম্প), মাহাবুব আক্তার কামাল (ডালিম), মোঃ আজিজুল হক দুলাল (পাঞ্জাবী), মোঃ রেজবানুল কবির (রুবেন্স) (উটপাখি)। এখানে মোট ভোটার সংখ্যা ৩হাজার ৪শতজন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৭ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবু সাঈদ সুজন (উটপাখি), মোঃ মমিনুর রহমান (ডালিম), মোঃ রবিউল ইসলাম (পাঞ্জাবি)। এখানে মোট ভোটার সংখ্যা ৩হাজার ৩শত ১৯জন। সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৮ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আমির হোসেন মাসুম (ডালিম), মোঃ নজরুল ইসলাম (পাঞ্জাবী), মোঃ মারুফ ইকবাল (উটপাখি)। এখানে মোট ভোটার সংখ্যা ২হাজার ৯শত ২জন। সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৯ এর কাউন্সিলর প্রার্থী মোঃ কুদরত ই ইলাহী (উটপাখি), মোঃ হাবিবুর রহমান (পানির বোতল)। এখানে মোট ভোটার সংখ্যা ২হাজার ৭জন।

পাটগ্রাম পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে যাঁরা প্রতিদ্বন্দ্বীতা করছেন: সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী শামীমা আক্তার (আনারস)। এখানে মোট ভোটার সংখ্যা ৫হাজার ৫শত ২৬জন। সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী মোছাঃ ফাতেমা খাতুন (চশমা), মোছাঃ রেহেনা ইয়াসমিন (আনারস)। এখানে মোট ভোটার সংখ্যা ৮হাজার ১শত ১জন। সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী মোছাঃ তাজমিরা বেগম (আনারস), মোছাঃ মফিনা বেগম (চশমা)। এখানে মোট ভোটার সংখ্যা ৮হাজার ২শত ২৮জন।

error: Content is protected !!