হোম » প্রধান সংবাদ » ইসলামাবাদে জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত আটক

ইসলামাবাদে জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত আটক

মোঃ রফিক উদ্দিন লিটন,ঈদগাঁও: কক্সবাজার সদর উপজেলার ইসলাবাদে জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান।
তিনি বলেন, কক্সবাজারের আলোচিত মা-মেয়ে হত্যার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ বিষয়ে বিস্তারিত সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। গত ১৯ জানুয়ারি রাত পৌনে ৮টার দিকে কক্সবাজারের ইসলাবাদের চরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরপাড়া এলাকার আজিজুল বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক বলেন, বসতভিটার সীমানা নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের পরিবারের সঙ্গে আজিজুল বাবুর্চির পরিবারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত পৌনে ৮টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদা বেগম ও তার মেয়েকে কুপিয়ে আহত করলে ঘটনাস্থলেই রাশেদার মৃত্যু হয়। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মেয়ে জান্নাতের মৃত্যু হয়।
error: Content is protected !!