হোম » প্রধান সংবাদ » বগুড়ায় শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে !!

বগুড়ায় শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে !!

এম.এ রাশেদ,রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ শুক্রবার (২২ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুধুমাত্র জুম্মা নামাজের জন্য ১ ঘন্টা বিদ্যুৎ চালু থাকবে। বিবিবি নেসকো লিঃ বগুড়ার নির্বাহী প্রকৌশলী (অতিঃ দাঃ) স্বাক্ষরিত এক বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাসেস প্রকল্পের আওতাধীন ফোর লেন সড়ক সম্প্রসারণে বিদ্যুৎ লাইন স্থানান্তর কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ ২ ও করতোয়া নেসকো লিঃ বগুড়া দপ্তরের আওতাধীনের…
সেগুলে হলোঃ- ঝাউতলা-বড়গোলা-কাটনারপাড়া-শিববাটি-উপশহর-হাকির মোড়-ধরমপুর-বারোপুর-শিকারপুর-নেংড়া বাজার-ঘোড়াধাপ হাট-নওদাপাড়া-ঠেঙ্গামারা-বাঘোপাড়া-মাটিডালি- জয়পুরপাড়া-বিসিক-কলেজ-ফুলবাড়ী-বৃন্দাবনপাড়া-কালিতলা-শিববাটি-চেলোপাড়া-নাটাইপাড়া-বউবাজার-ধাওয়াপাড়া-আকাশতারা-সাবগ্রাম-ব জরুকবাড়িয়া-ইছায়দহ-খামারকান্দি-ডাকুরচক-জয়বাংলা হাট-মানিকচক-কালিবালা এলাকাসমূহে উল্লেখিত সময় বিদ্যুৎ বন্ধ থাকবে।  উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক ভাবে বিদ্যুৎ বন্ধের জন্য কতৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।।
error: Content is protected !!