হোম » প্রধান সংবাদ » গাইবান্ধায় র‌্যাব-পুলিশের ২ মামলায় পুরুষ শুন্য কুটিপাড়া,বাড়িতে ফিরে আসতে পুলিশের মাইকিং

গাইবান্ধায় র‌্যাব-পুলিশের ২ মামলায় পুরুষ শুন্য কুটিপাড়া,বাড়িতে ফিরে আসতে পুলিশের মাইকিং

শাহজাহান সিরাজ : গাইবান্ধা পৌরসভা নির্বাচনে ১৬ জানুয়ারি ভোট গণণার সময় ৯ নং ওয়ার্ডের পুর্ব কোমরনই
কুঠিপাড়ার ১টি কেন্দ্রে উত্তেজিত জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে র‌্যাব-পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের ৩টি গাড়ী ভাংচুর এবং পুলিশের ১টি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় কুঠিপাড়া এলাকা এখন পুরুষ শন্য। পুলিশের হাতে গ্রেফতার এড়াতে ঐ এলাকার অধিকাংশ পুরুষ বর্তমানে বাড়ি ছাড়া। মহিলারাও আতংকিত রয়েছেন। ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে কুটিপাড়ার জনগনকে তাদের নিজ নিজ বাড়িঘরে ফিরে আসতে প্রচারণা চালায়।

 

একই সাথে পুলিশ কাউকেই অহেতুক হয়রানী করবেনা বলেও আশ্বাস দিতে দেখা গেছে। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ১৩ ক্যাম্পের উপ-পরিদর্শক মোসলেম বাদী হয়ে একটি এবং অপর মামলাটি করেন পুলিশের উপ-পরিদর্শক মোক্তাদির রহমান। ঐ মামলায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার-উল-সরোয়ার সাহিবসহ ৪১জন এজাহার নামীয় এবং আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

error: Content is protected !!