হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে ৭০ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, আটক-২

নারায়ণগঞ্জে ৭০ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, আটক-২

নারায়ণগঞ্জে র‍্যাব-১০ অভিযান চালিয়ে ৭০ কোটি টাকা মূল্যের বিষাক্ত সাপের বিষ উদ্ধার করেছে। এ সময় দুই চোরা কারবারিকে র‌্যাব গ্রেফতার করলেও পালিয়ে যায় আরো দুইজন। রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর মোস্তফা মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লার ইসদাইর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৫৫) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার প্রাগপুর ৫নং ওয়ার্ডের মনোয়ারা মঞ্জিলের গোলাম কিবরিয়া ওরফে কাবের আলীর ছেলে মিজানুর রহমান মধু (৪৩)।

ঘটনার রাতেই গ্রেফতারকৃতদের ফতুল্লা মডেল থানায় হাজির করে র‌্যাবের নায়েব সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে পলাতক দুজনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকার লালবাগ ক্যাম্পের সিপিসি র‍্যাব-১০ অভিযান চালিয়ে ইসদাইর এলাকার মোস্তফা মিয়ার বাড়ি থেকে মোস্তফা কামাল ও মধু নামে দুইজনকে আটক করে। তবে এ সময় আবুল বাশার ও আসফাকুর রহমান ভুটু নামে অপর দুই আসামী পালিয়ে যায়। এসময় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি কার্টুন উদ্ধার করে। ওই কার্টুনে রাখা দুইটি কাচের জারে তরল ও চারটি কাচের জারে পাউডার জাতীয় সাপের বিষ উদ্ধার করে।

error: Content is protected !!