হোম » রাজনীতি » গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে মতলুবর রহমান বিজয়ী

গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে মতলুবর রহমান বিজয়ী

শাহজাহান সিরাজ : গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতলুবর রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন) প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট। আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩০১ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল আলম (মোবাইল ফোন) প্রতীকে ২ হাজার ৬৬৯ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আহসানুল করিম (চামুচ) প্রতীকে ১ হাজার ৯৭৪ ভোট।

 

 

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ (ক্যারাম বোর্ড) প্রতীকে ১ হাজার ৬৯২ ভোট। বিএনপির দলীয় প্রার্থী মোঃ শহিদুজ্জামান শহীদ (ধানের শীর্ষ) প্রতীকে ৯১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোঃ মির্জা হাসান (জগ) প্রতীকে ৩৭৩ ভোট পেয়েছেন। অপরদিকে গাইবান্ধা পৌর শহরের ৯ নং ওয়ার্ডের পূর্ব কোমরনই ভোট কেন্দ্রে সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচন সংক্রান্ত সৃষ্ট জটিলতায় পুলিশ, র‌্যাব ও বিজিবির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী।

 

এসময় সরকারি ৪ টি গাড়ীতে তারা আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসীর তান্ডব প্রায় ১ ঘন্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের প্রায় ১০জন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৭ জানুয়ারি ৪৭ জনের নামে মামলা করেন পুলিশ। যার নম্বর- ২৫। অপর দিকে একই ঘটনায় র‌্যাব বাদী হয়ে ৪১ জনের বিরুদ্ধে মামলা করেন। যার নম্বর-২৪। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মো: মাহফুজুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

error: Content is protected !!