হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইল পৌর সভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানুর নির্বাচনী প্রচারণা সভায় হামলার ঘটনায় টাঙ্গাইলে বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আজ(১৩ জানুয়ারী)বুধবার বেলা সাড়ে ১২ টায় টাঙ্গাইল প্রেস ক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে এ  সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল।বক্তব্য প্রদান কালে গতকালের নির্বাচনী প্রচারণায় পুলিশি বাধা ও প্রচারণা সভায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জিনিয়ে তিনি বলেন বর্তমানে নির্বাচনী প্রচারণা নির্বিগ্নে করতে না দেয়া বর্তমাম সরকারের গনতান্ত্রিক পরিপন্থী কাজ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু।এ সময়  লিখিত বক্তব্য অনুযায়ী তিনি বলেন,গতকাল(১২জানুয়ারী)মঙ্গলবার প্রচার কার্যের ২য় দিন আমার নির্ধারিত পথসভা ছিলো টাঙ্গাইল পৌর এলাকার ১ নং ওয়ার্ড তথা নতুন বাস টার্মিনালের উত্তর পাশে মিল্ক ভিটার সামনে।নিয়ম অনুযায়ী রির্টানিং অফিসার বরাবর লিখিতভাবে জানানো ছিলো।পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আমাদের পহসভা শুরু হয় বাদ মাগরিব সন্ধ্যা(৬ ঘটিকায়)।
আমার পথ সভার কিছুক্ষণ পরেই ২০/২৫ জন মিছিল করা অবস্থায় নৌকার স্লোগান দিয়ে হেলমেট পরিহিত অবস্থায় আমাদের উপর অতর্কিত হামলা করে।এ সময় আমাদের কর্মী তাদের নিবৃত করার চেষ্টা করলে তারা আরো উত্তেজিত হয়ে বেশ কয়েকটি চেয়ার মঞ্চে ছুড়ে মারে।এসময় আমাদের কর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে তারা চলে যায়।কিছুক্ষণ পর আবারো দেশীয় অস্ত্র, লাঠি সোটা নিয়ে এসে চেয়ার টেবিল ভাংচুর করে এবং মঞ্চের দিকে চেয়ার ছুড়ে মারে।
অবশেষে তিনি আরো বলেন, আমি ঐই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্বাচনী প্রচারণায় বিগ্নতা ঘটানো ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দোষীদের আইনের আওতায় আনার জন্য দাবী প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
error: Content is protected !!