হোম » প্রধান সংবাদ » বগুড়ার ধুনটে ইছামতীর কাঁন্না ; দেখার কেউ নাই

বগুড়ার ধুনটে ইছামতীর কাঁন্না ; দেখার কেউ নাই

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ মরা নদীর কাঁন্না,যান্ত্রিক সভ্যতার যাঁতাকলে ইছামতী হারাতে বসেছে তার আপন সৌন্দর্য। এমন ময়লার ভাগার আর দুষনের আরেক নাম ধুনটের মথুরাপুর ইউনিয়নের (বারইবাড়ী ও বাউনদী )।  নদীর দু’ধারে ক্রমেই গড়ে উঠছে জনবসতি,ফলে কমছে নদীর নাব্যতা। এমন দৃশ্য প্রায়শই চোখে পড়ে মথুরাপুর বাজার ব্রিজ সংলগ্ন  এলাকায়।
মাইজলানী দও থেকে প্রবাহমান ইছামতীর শাখা নদীটি এখন মশা,মাছি,কিটপতঙ্গ, ও নর্দমার ভাগাড়। কালচে পানিতে ভাসছে অবদ্ধ কচুরি পানা,চিপসের প্যাকেট,প্লাস্টিকের বোতল,পলিথিন সহ আশেপাশের ময়লা আবর্জনা। এমন দৃশ্য দেখে উদ্বেগ জানিয়েছেন সচেতন মহল। পরিবেশ সুরক্ষায় ইছামতীর শাখা বারইবাড়ী ও বাউনদী বাঁচাতে উপজেলা প্রশাসনের কার্যকারী ভুমিকা প্রত্যাশা করেন অনেকেই।
error: Content is protected !!