হোম » প্রধান সংবাদ » বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্টি পরিবারে দুটি বাড়ি পুড়ে ভষ্মিভ‚ত

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্টি পরিবারে দুটি বাড়ি পুড়ে ভষ্মিভ‚ত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্টি পরিবারে দুটি বাড়ি পুড়ে ভষ্মিভ‚ত। ঘটনাটি ঘটেছে উপজেলার বিষপাড়া (আদিবাসী পাড়া) গ্রামে। গ্রামবাসীসহ পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ জানায় শুক্রবার বিকাল ৫টার দিকে বিষপাড়া গ্রামে বিরেন পাহানের ছেলে মোহন পাহান ও তার ভাই রামু পাহানের ঘরে হঠাৎ আগুন জ্বলে উঠে। এতে করে ঐ দুই পরিবারের বেড়ার ঘর, টিনের ছাউনি, লেপ-কাঁথা, কাপড়-চোপর, টাকা-পয়সাসহ ঘরের আসবাবপত্র পুড়ে ভষ্মিভ‚ত হয়। তারা এখন খুবই অসহায়।

 

ঐ দুটি পরিবারের লোকজন দিন মজুরের কাজ করে। শুক্রবার তারা অন্যের কাজ করছিল। বাড়িতে কেউ ছিলনা। এমন সময় ঘরে আগুন জ্বলে উঠে। গ্রামবাসী এসে আগুন নিভানোর পূর্বেই সব পুড়ে শেষ হয়ে যায়। সবার ধারনা বৈদ্যুতিক লাইন ফল্ড হয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। ঐ দুই পরিবার জানায় তাদের কিছু গচ্ছিত টাকা ছিল তা পুড়ে গেছে। এখন তারা কীভাবে বাড়িঘর করবে।

error: Content is protected !!