হোম » প্রধান সংবাদ » চালের দাম কেনো এতো বাড়বে, তা বোধগম্য নয়: আবদুর রাজ্জাক

চালের দাম কেনো এতো বাড়বে, তা বোধগম্য নয়: আবদুর রাজ্জাক

গণমানুষের আওয়াজ রিপোর্ট:: কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, চলতি বছর দুই দফা বন্যার কারণে আউশ ও আমন ফলনের কিছু ক্ষতি হয়েছে। তবে উৎপাদনের যে পরিসংখ্যান সরকারের হাতে আছে, তাতে চালের এতো ঘাটতি হওয়ার কথা নয়। চালের দাম কেনো এত বাড়বে, তা আমার কাছে বোধগম্য নয়।

রোববার ঢাকার কেআইবি মিলনায়তনে এক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ১-২ টাকা বাড়াও কিন্তু অনেক বাড়া। সেখানে ৩২-৩৩ টাকার মোটা চাল ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। কারণগুলো কি?

তিনি আরো বলেন, আজকে সরকারের ঘরে চাল নেই। আমাদের চাল আমদানি করতে হচ্ছে। কখনো তাও আমদানি করতে পারিনা। কিছু ভুলভ্রান্তি আমাদের আছে। কিন্তু চালের দাম  এতো বাড়বে?

কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ‘উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (তৃতীয় পর্যায়- প্রথম সংশোধিত)’ কর্মশালায় কৃষিমন্ত্রী বলেন, আমাদের পেঁয়াজ বীজের সংকট রয়েছে। দুই বিলিয়ন ডলারের ভোজ্য তেল আমাদের আমদানি করতে হয়।। এ নিয়ে ভাবতে হবে।

এসময় আবদুর রাজ্জাক বলেন, দেশে মুগডাল উৎপাদনের ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। ডাল, তেল, মসলার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চাষও বাড়ানোর পরামর্শ দেন তিনি।

### SSS

error: Content is protected !!