হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দাগনভূঞায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা পৌর শহরের বেতুয়া গ্রামের রহমানীয়া কফিসপ থেকে (২০ ডিসেম্বর) রবিবার রাতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী জাফর উল্যাহকে (৫০) পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বেতুয়া গ্রামের মৃত মজিব উল্যাহর ছেলে জাফর উল্যাহকে থানার এএসআই দেলোয়ার হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে থানা নিয়ে আসে। পুলিশ জানায়, চলতি বছরে জানুয়ারী মাসে সেনবাগ উপজেলার হীরাপুর গ্রামের জিয়া উদ্দিন নামের এক ব্যাক্তি ফেনী যুগ্ম দায়রা জজ ও বিশেষ ট্রাইব্র্যুনাল-৩ এ চেক প্রতারণা মামলা দায়ের করেন জাফর উল্যাহকে আসামী করে।
মামলা নং (৪৩১/২০) আদালতের বিজ্ঞ বিচারক ফরিদা ইয়াসমিন আসামীর ১৩৮ ধারা অপরাধ সন্ধেহাতীত প্রমাণিত হওয়ায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও তিন লক্ষ টাকা জরিমানা করেন গত ২২ অক্টোবর। আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিল। থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়।
error: Content is protected !!