হোম » প্রধান সংবাদ » গাইবান্ধা রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ থেকে অসাংগঠনিক ভাবে অব্যহতি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ থেকে অসাংগঠনিক ভাবে অব্যহতি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহজাহান সিরাজ : গাইবান্ধা যুবলীগের এক নেতার ইশারায় সম্পুর্ণ অবৈধভাবে ইউনিয়ন সভাপতিকে অব্যাহতি প্রদান করায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট বিচার দাবীতে হস্তক্ষেপ চেয়ে প্রেসক্লাব গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রায় দেড় যুগ ধরে রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের দায়িত্বপালনকারী সভাপতি মো: হারুন-অর রশিদ। ২৮ নভেম্বর সকাল ১০টায় প্রেসক্লাব গাইবান্ধায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,

 

 

মূলত: তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনা দেয়ায় অপর একজন প্রভাবশালী যুবলীগ নেতার ইশারায় তাকে সম্পূর্ণ অসাংগঠনিকভাবে এবং মিথ্যা অপবাদ দিয়ে মনগড়াভাবে উপজেলা আওয়ামী যুবলীগের মাধ্যমে তার বিরুদ্ধে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। যার কোন প্রমাণ কেউ দেখাতে পারেনি। তিনি আরো উল্লেখ করেন, তাঁর পিতা ১১ নম্বর সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা।

 

বংশগতভাবেই তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সক্রিয় ছাত্রলীগ কর্মী থেকে ইউনিয়ন যুবলীগের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হন। যেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীলই ঘোষণা হয়নি, সেখানে কিভাবে নৌকার প্রার্থীকে পরাজিত করার ষড়যন্ত্র করা হলো? মূলত: মাঠ জরিপে ঐ ইউনিয়ন যুবলীগ সভাপতির অবস্থান ভালো হওয়ায় সম্পূর্ণ অন্যায় এবং পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ এবং

 

পরবর্তীতে কোন সু-নির্দিষ্ট অভিযোগ ছাড়াই সভাপতি পদ থেকে অবৈধভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। সংবাদ সম্মেলনে গাইবান্ধা সদর উপজেলা যুবলীগের আহব্বান ও যুগ্ন আহŸায়কদ্বয়ের এইরকম অসাংগঠনিক কর্মকান্ডের বিরোধীতা করে এ ঘটনার দ্রুত বিচার দাবী করে তাকে স্ব-পদে বহাল রাখার জন্য সাংবাদিকদের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দ্রুত বিচার দাবি করেছেন।

error: Content is protected !!