হোম » প্রধান সংবাদ » চাটখিল সরকারি কলেজের এইচএসসি ২০১৬ ব্যাচের পূর্নমিলন অনুষ্ঠিত।  

চাটখিল সরকারি কলেজের এইচএসসি ২০১৬ ব্যাচের পূর্নমিলন অনুষ্ঠিত।  

চাটখিল থেকে মনির হোসেন সোহেল চাটখিল প্রতিনিধি):  নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হলো চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ এর এইচএসসি ২০১৬ ব্যাচ এর পুনর্মিলন অনুষ্ঠান। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে প্রিয় বন্ধুকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সাবেক শিক্ষার্থীরা।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়…। আজ শনিবার দিনভর সেই পুরনো দিনেরই স্মৃতিচারণ করলেন গানে গানে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ এর প্রাক্তন এইচএসসি ব্যাচ ২০১৬ বর্ষের শিক্ষার্থীরা। চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ৫৪ বছরের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক পুনর্মিলনীতে পুরো ক্যাম্পাস সেজেছিলো লাল-নীল বর্ণিল সাজে।
২০১৬ সাল এর এইচএসসি ব্যাচ এর প্রাক্তন ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে হারিয়ে যায় সেই পুরনো দিনে। খুনসুটিতেও কেউ কাউকে ছেড়ে দেননি। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় কলেজ প্রাঙ্গণ। আর গানের সেই কলির মতোই ‘প্রাণ জুড়াবে তাই’ এর মতোই দীর্ঘদিনের পুরনো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের পেয়ে প্রাণ জুড়িয়েই শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।
গোলাপ হোসেন ফরহাদ ও মাকছুদুল ইসলাম তন্ময় এর যৌথ সঞ্চালনায় শনিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে কোরান তেলোয়াত ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। পরবর্তী জাতীয় সংগীত ও অনুষ্ঠান সূচী অনুযায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সিনিয়র শিক্ষক পদার্থ বিজ্ঞান প্রভাষক বিপ্লব মজুমদার ও
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের ছাত্র প্রতিনিধি ফয়সাল আল মাহমুদ, জসিম উদ্দিন বাদল, আশিক তপাদার, মাহমুদুল হাসান রনি সহ পুনর্মিলন বাস্তবায়ন কমিটির সদস্য রাসেল, সুজন, অতুল, ফরহাদ, তন্ময়, ওহি, রকি, ফাহিম সহ অন্যান্য এইচএসসি ব্যাচ ২০১৬ এর সকল শিক্ষার্থী বৃন্দ।
error: Content is protected !!