হোম » প্রধান সংবাদ » সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যুতে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র শোক

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যুতে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র শোক

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)। আজ ১৬ নভেম্বর ২০২০ সোমবার দুপুরে এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “কর্নেল (অব.) শওকত আলী বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিলেন। পাকিস্তানীরা তাঁর ক্ষমতা সম্পর্কে বুঝতে পেরে তাঁকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করেছিল।

 

শরীয়তপুর-২ আসনে পাঁচ বার নির্বাচিত হওয়া প্রমাণ করে তিনি অনেক জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। দেশের রাজনীতিতে তাঁর অসামান্য অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে শওকত আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

error: Content is protected !!