হোম » খেলা » সাকিবের প্রত্যাবর্তনে সতীর্থদের অভিনন্দন

সাকিবের প্রত্যাবর্তনে সতীর্থদের অভিনন্দন

আওয়াজ অনলাইন : সাকিব আল হাসানের ক্রিকেটে প্রত্যাবর্তনের মুহূর্তটি উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি দিয়ে শুভকামনা জানিয়েছেন মুশফিক-রিয়াদরা। আবেগঘন বার্তা দিয়ে তাদের প্রত্যাশা সাকিব ফিরবে সাকিবের মতই।

প্রিয় মানুষ ঘরে ফিরেছে। আনন্দের বাঁধ ভেঙেছে সতীর্থদের। সাকিবের প্রত্যাবর্তনের মুহূর্তটিকে সানন্দে অভিবাদন জানিয়েছেন সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেইজে সাকিবের সঙ্গে কাটানো মুহূর্ত দিয়ে রাঙিয়েছেন মুশকিক-রিয়াদরা।

 

অতীত অনুপ্রেরণাদায়ক। সাকিবকে ঘিরে অলরাউন্ডার সাইফউদ্দিনের আছে অন্যরকম এক স্মৃতি। জীবনের প্রথম বিদেশ সফরে সাইফের সঙ্গী ছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার সেই সফরের কথা মনে করিয়ে আবেগী এমন বার্তা টাইগার অলরাউন্ডারের।

মুশফিকের সঙ্গে সাকিবের বন্ধুত্বটা সবচেয়ে পুরনো। একসঙ্গে বিকেএসপি থেকে কত ম্যাচ জয়ের সাক্ষী হয়েছেন। সেই স্মৃতিগুলো মুশফিক এক ফ্রেমে বেঁধে নিজের টাইমলাইনে পোস্ট দিয়েছেন। বিশ্বাস করেন সাকিব ফিরবে সাকিবের মতই।

দলের প্রাণভোমরার ফেরার সুবাদে দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ তাকে স্বাগত জানিয়েছেন। সৌম্য সরকার নিজের ফেসবুকে লিখেছেন, ওয়েলকাম ভাই। বাদ যাননি তরুণ ক্রিকেটার আকবর আলীও। তিনি লিখেছেন, সাকিব ফিরবেন রাজপুত্রের মতোই।

সাকিব ড্রেসিং রুমের অনুপ্রেরণার আরেক নাম। বিশ্বের সব দেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা সাকিব থেকে অনুজরা পান পরামর্শ। তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, কামরুল ইসলাম রাব্বীরা ড্রেসিংরুম আবারো ভাগাভাগি করতে পারার আনন্দ শেয়ার করেছেন।

সাকিবকে অভিবাদন জানিয়েছেন আম্পায়ার মাসুদূর রহমান মুকুল। নাম্বার সেভেন্টি ফাইভের প্রত্যাবর্তনে দু’হাত উন্মুক্ত করে অভিবাদন জানিয়েছেন সাব্বির আহমেদ ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

তবে সবচেয়ে আলাদা ছিলেন সাকিবের স্ত্রী শিশির। বিপদে সবার আগে সবসময় সাকিবের পাশে দাঁড়িয়েছেন। তাই তো সাকিবের প্রত্যাবর্তনের প্রথম প্রহরে সাকিবের যুক্তরাষ্ট্রের বাসার সামনে অবাক করে দিয়ে এমন আতশবাজি। বাংলাদেশের ক্রিকেট আকাশের নক্ষত্র আবার জ্বলে উঠলো বলে!
/এইচ।

error: Content is protected !!