আওয়াজ অনলাইন : লেবার কোর্ট বার এসোসিয়েশন (লেবার কোর্ট ল-ইয়ার্স সোসাইটি) নির্বাচন, গক ২৪ জানুয়ারী বৃহস্পতিবার, ৪নং রাজউক এভিনিউ, শ্রম ভবন, ঢাকায় অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০১৯-২০ সলের জন্য আইনজীবিদের কল্যাণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বার পরিচালনায় নের্তৃত্ব নির্বাচনে লেবার কোর্ট বার এসোসিয়েশনের সদস্যগন (হাইকোর্ট ও জজ কোর্টের সম্মানিত আইনজীবিগণ) তাদের গোপন ব্যালটের মাধ্যমে একজন সাধারণ সম্পাদক ও ২জন সহ-সভাপতি নির্বাচিত করেন।
উৎসবমুখর পরিবেশে সকাল নয়টা হতে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৪% শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে এবং আগামী একবছরের জন্যে তাদের নেতা নির্বাচন করেন।
কমিটিতে অন্যান্যরা যথাক্রমে সভাপতি হিসেবে এ্যাডভোকেট এ কে এম নাসিম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম খান ( আলম) ২জন সহ-সভাপতি এডভোকেট মাসুদ হোসেন, এ্যাডভোকেট বেলায়েত হোসেন ছাড়াও সহকারী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সাত্তার, এ্যাডভোকেট মো: বশির আহমেদ, কোষাধ্যাক্ষ, এ্যাডভোকেট মো: আনিসুজ্জামান তুহিন- লাইব্রেরী ও দপ্তর ও এ্যাডভোকেট শারমিন সুলতানা মৌসুমী সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ।
এছাড়াও নির্বাহী সদস্য পদে ৭ জন যথাক্রমে এ্যাডভোকেট মো: সেলিম আহসান খান, এ্যাডভোকেট মো: এ এইচ এম সাজেদুর রহমান সাজু, এ্যাডভোকেট মো: মহসিন মজুমদার, এ্যাডভোকেট মো: কবির হোসেন তালুকদার, এ্যাডভোকেট মো: জহুরুল ইসলাম , এ্যাডভোকেট রেজা ই রাব্বি ও এ্যাডভোকেট মো: রায়হানুল ইসলাম নির্বাচিত হয়েছেন ।
উক্ত নির্বাচনে শুধু মাত্র সাধারণ সম্পাদক ও ২জন সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বাকী সভাপতিসহ সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ।