জেএম.মমিন বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিন থানার ২নং সাচড়া ইউনিয়নের দরুন বাজারে চাঁদ উদ্যান মডেল একাডেমী স্কুলের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে ৷ দিবসটি উপলক্ষে ১৬ই ডিসেম্বর রবিবার সকাল ১০টায় সাচড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মহিবুল্লাহ মৃধা’র নেতৃত্বে একটি রেলী বের হয় ৷ রেলীটি স্কুল মাঠ থেকে বের হয়ে বাজারের প্রধান সড়ক হয়ে হাইস্কুল পর্যন্ত যায় ৷ সেখান থেকে আবার স্কুল মাঠে এসে শেষ হয় ৷
এসময় উপুস্থিত ছিলেন, স্কুল প্রতিষ্ঠাতা এ্যাড.মোঃ শাহীন স্কুল পরিচালক মোঃ রিয়াজ সিকদার,কাজী মোঃ শাহীন,কাজী মোঃ কুদ্দুস সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ৷তাছাড়া মোঃ জাকির হোসেন মেম্বার এর নেতৃত্বে অভিবাবকদের পক্ষ থেকে অভিবাবকগণ অংশ গ্রহন করেন ৷ এছাড়া অভিবাবক ও বাজার ব্যাবসায়ীগণের পক্ষ থেকে উপুস্থিত ছিলেন, মোঃ নাছির মোল্লা, কাজী মোঃ শাহে আলম,মোঃ শাহীন,ডাঃ শাহীন, মোঃ রিয়াজ ও মোঃ ইমরান খান প্রমুখ৷