ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে, মো: মোজাম্মেল ভূঁইয়া: আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে মোখলেছ মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে শাস্তি দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া হীরাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি সদস্যদের সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ শামছুজ্জামান।
জানাগেছে, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় হীরাপুর সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশী কার্যক্রম চলে। তল্লাশি ও অভিযানের সময় মোখলেছ মিয়াকে আখাউড়া হীরাপুর হাইস্কুল মোড় থেকে ৪৫ পিস ইয়াবা ও একটি পালসার বাইকসহ ভ্রাম্যমান আদালত আটক করে। নিজ হেফাজতে মাদক বহন করার অপরাধে স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ধারা ৯ লংঘণ করায় একই আইনের ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক এই মোখলেছ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
কারাদন্ড প্রাপ্ত মোখলেছ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দক্ষিণ পৈরতলা এলাকায়।
সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান জানিয়েছেন।
সংবাদ পড়ুন, লাইক দিন এবং শেয়ার করুন