এম আর ওয়াসিম,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে মটর সাইকেলের চাঁকার ভিতর থেকে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ইয়াবা পাচার চক্রের ২ সদস্য কে আটক করেছে ভৈরব র্যাব ক্যাম্প -১৪। আটককৃতদের সাথে থাকা ৬৫০০ টাকা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। কিশোরগঞ্জ জেলার ভৈরবের দুর্জয় মোড় এলাকা হতে গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান পরিচালনা করে পালচার মটর সাইকেলের চাকার ভিতর থেকে এই ইয়াবা উদ্ধার করেছে র্যাব- ১৪, ভৈরব ক্যাম্পের সদস্যগণ। আটককৃতরা হলো নরসিংদীর জেলার শিবপুর থানাধীন দত্তেরগাঁও গ্রামের মোবারক মোল্লার ছেলে তানভির মোলা (২৮) ও শাহজাহান আহাম্মদের ছেলে সৌরভ আহাম্মদ (৩০)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এস এ পরিবহনে করে টেকনাফ হতে একটি মটর সাইকেলের সামনের চাকার ভিতরে করে ইয়াবার বড় একটি চালান ভৈরবে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্তে এস এ পরিবহন কাউন্টারে নজরদারি বাড়ায় র্যাব সদস্যরা। এক সময় উলেখিত আটককৃতরা মটর সাইকেলটি কাউন্টার হতে নিতে আসলে তাদের আটক করে র্যাব সদস্যরা। পরে মটর সাইকেলের চাকা কেটে এর ভিতর থেকে সুকৌশলে রক্ষিত অবস্থায় উদ্ধার করা হয় সাড়ে আট হাজার পিস ইয়াবা। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা দায়ের হয়েছে।