
গুরুতর আহত চিলাহাটি খাদ্য গুদামের উপখাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত ) কর্মকর্তা ওবায়দুল হক(৫২) ,চাল ব্যবসায়ী ও ডিলার নুরন নবী কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চিলাহাটি গুদামের উপখাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত ) কর্মকর্তা ওবায়দুল হক(৫২) মারা যান । এ রিপোর্ট লেখা পযর্ন্ত ডিলার নুরন নবী কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ডোমার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মোফাচ্ছেল হোসেন জানান, চিলাহাটি গুদামের উপখাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত ) কর্মকর্তা ওবায়দুল হক(৫২) রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলম বিবিটর ইউনিয়নের পাকুরিয়া শরীফের তালুকববন গ্রামের মৃত মনছুর আলীর পুত্র বলে জানা গেছে ।
মৃত্যুকালে একমাত্র স্ত্রী রেখে গেছেন ।তিনি প্রায় তিন মাস আগে চিলাহাটি খাদ্য গুদাম কার্যালয়ে যোগদান করেন । ডিলার নুরন নবীর বাড়ী ডোমার পৌরসভার চান্দিনা পাড়া এলাকায় বলে জানান । এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ সোকছেদ আলী জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে ।ট্রাকের হেলপার সুলতানকে আটক করা হয়েছে । ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে ।
সংবাদ পড়ুন, লাইক দিন এবং শেয়ার করুন