হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে নৈশ কোচের ভিতর থেকে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার: আটক-১

ঠাকুরগাঁওয়ে নৈশ কোচের ভিতর থেকে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার: আটক-১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে  নৈশ কোচের ভিতর থেকে বাদামের বস্তায় ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার: আটক-১
ঠাকুরগাঁওয়ে বাদামের বস্তা থেকে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোলডেন লাইন নামক একটি পরিবহন বোদা থেকে বরিশাল যাওয়ার সময় ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের সামনে ঠাকুরগাঁও টু ঢাকা মহাসড়কে গাড়িটিকে আটক করে সদর পুলিশ।
এসময় পুলিশ গাড়িটি তল্লাশি করে গাড়িতে থাকা বাদামের বস্তা থেকে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং সদর উপজেলার রুহিয়া থানার চাপাতি গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে রাম প্রশাদ রায় (৩০) নামে একজনকে আটক করে পুলিশ। এসময় উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা সহ অনেকে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সত্যপীর ব্রীজ বিজিবি ক্যাম্পের সামনে থেকে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতরে রাখা বাদামের বস্তা থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় একজনকে আটক করা হয়।
error: Content is protected !!