হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় মুজিব বর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন 

দাগনভূঞায় মুজিব বর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন 

মোঃআবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় মুজিব বর্ষ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মারুফের ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর নূরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার চত্বরে গাছের চারা রোপণ ও বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেছেন দাগনভূঞা উপজেলার কৃষক লীগের সভাপতি হাজী মোঃ শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সামছু উদ্দিন, ইউপি সদস্য মোঃ মুজিবুল হক চৌধুরী ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, মাদ্রাসার মহতামিম হাফেজ ফখরুল ইসলাম শাকিল।উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মারুফ উপস্থিত কৃষকের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রত্যেকে অন্তত ৩টি করে গাছ লাগান। এছাড়া মুজিব বর্ষের আহ্বান “লাগাই গাছ বাড়াই বন”।
error: Content is protected !!