Home » বিজ্ঞান-প্রযুক্তি » চাঁদকে নাচতে দেখেছেন কখনও?
চাঁদকে নাচতে দেখেছেন কখনও?

চাঁদকে নাচতে দেখেছেন কখনও?

আওয়াজ অনলাইন : দু দুটো চাঁদ নাচানাচি করে চলেছে সৌরমণ্ডলের অনেক অনেক দূরে থাকা “বরফের রাজ্য” গ্রহ নেপচুনে। সেই অবাক করা ঘটনাই ঘটে চলেছে আমাদের সৌরমণ্ডলে। একটা নয়, দু দুটো চাঁদ নাচানাচি করে চলেছে সৌরমণ্ডলের অনেক অনেক দূরে থাকা “বরফের রাজ্য” গ্রহ নেপচুনে।

একটির নাম “নাইয়াদ”, অন্যটি “থালাসা”, এমন ঘটনা এর আগে অন্য কোনও সৌরমণ্ডলেও দেখা যায়নি। চাঁদের এই নাচানাচির খবর বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল “আইকারাস”-এ, ১৩ নভেম্বর সংখ্যায়।

নেপচুনের এখনও পর্যন্ত আবিষ্কৃত ১৪ টি চাঁদের মধ্যে ৭ টি রয়েছে খুব কাছে| তাদের মধ্যে সবচেয়ে কাছে রয়েছে দুটি চাঁদ। নাইয়াদ আর থালাসা।

নাইয়াদ রয়েছে সবচেয়ে কাছে। নেপচুনকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৭ ঘন্টা আর থালাসা সময় নেয় সাড়ে ৭ ঘন্টা। কক্ষপথে নেপচুনকে প্রদক্ষিণের সময় নাইয়াদ আর থালাসার মধ্যে দূরত্ব থাকে গড়ে এক হাজার আটশ কিলোমিটারের মত।

নাসার জেট প্রপালসান ল্যাবরেটরির সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট গৌতম চট্টোপাধ্যায় বলছেন “এটা খুবই অভিনব ঘটনা। অন্য সৌরমণ্ডলেও চাঁদের নাচানাচি এখনও পর্যন্ত দেখা যায়নি”
/এইচ.

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes
Scroll Up
error: Content is protected !!